বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 13, 2023

মেহেরপুর নিউজ:

মুজিবনগর উপজেলা বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগর সরস্বতী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবীর, মুজিবনগর উপজেলা কর্মকর্তা মাসুদুর রহমান মিশু প্রমুখ উপস্থিত ছিলেন। মানিক নগর সরস্বতী খালের ব্রিজ থেকে বাগোয়ান পর্যন্ত প্রায় ১০ হাজার গাছের চারা রোপন করা হবে।