আপডেট মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ মার্চ: মুজিবনগর উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক হামিদুর রহমান হেলাল ও তার মেয়ে সেতু হত্যার দীর্ঘ সময় পর অবশেষে অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামী করে মুজিবনগর থানায় মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-৭, তাং-২২/০৩/২০১৩ ইং। তবে খুনের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। আজ শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে হামিদুর রহমান হেলালের স্ত্রী সন্ধ্যা রানী বাদী হয়ে মুজিবনগর থানায় এ মামলা দায়ের করেন। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম মেহেরপুর নিউজকে জানান, সন্ধ্যা ৭ টার দিকে নিহত বিএনপি নেতা হেলালের স্ত্রী কারো নাম উল্লেখ না করে অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। তিনি জানান , ৩০২/৩৪ ধারায় এবং বিষ্ফোরক দ্রব্য নিয়স্ত্রন আইনের ৩/৪ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান,এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চলছে।