বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরল ইসলাম চাঁদু ৬টি দেশ ভ্রমনে যাচ্ছেন

By মেহেরপুর নিউজ

March 10, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ মার্চ: মেহেরপুরের মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরল ইসলাম চাঁদু আগামী ১৭ মার্চ ৬টি দেশ ভ্রমনে যাচ্ছেন। উন্নত বিশ্বের স্থানীয় সরকার ব্যাবস্থা সম্পর্কে জানা ও প্রত্যক্ষভাবে জ্ঞানলাভের উদ্দেশ্যে ৬ টি দেশে  ভ্রমনে জাচ্ছেন। আগামী ১৭ মার্চ বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে মালয়েশিয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। সফরকালীন সময়ে তিনি মালেয়েশিয়াছাড়াও লন্ডন, জার্মান ,পুর্তগাল পোল্যান্ড ও আস্ট্রিয়া  ভ্রমন করবেন বলে জানা গেছে। ১৮ দিনের এ ভ্রমনে তার সফরসঙ্গী হবেন আরো ১ জন ভাইস চেয়ারম্যান,১৫ জন উপজেলা চেয়ারম্যান ও ৭ জন সচিব পর্যায়ের কর্মকর্তা । মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম চাঁদু মেহেরপুর নিউজকে জানান  সরকারী ব্যবস্থাপনায় আমাদের এ সফর। উন্নত বিশ্বের স্থানীয় সরকার ব্যাবস্থা সম্পর্কে জানা ও প্রত্যক্ষভাবে জ্ঞানলাভের উদ্যেশ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয় এ সফরের আয়োজন করেছে।