মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে করোনা উপসর্গ নিয়ে সুফল বিশ্বাস নামে খ্রিষ্টান সম্প্রদায়ের মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণকারী পুরোহিত ও সহযোগীদের সম্মানী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মানি প্রদান করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি উপস্থিত থেকে পুরোহিত ও সহযোগিতা খাতে সম্মানিত অর্থ তুলে দেন।
উল্লেখ্য গতকাল বুধবার বেলা ২টা সময় তার মৃত্যু হয়।মৃত সুফল বিশ্বাস মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের মৃত পচাঁ বিশ্বাসের ছেলে।
মুজিবনগর স্বাস্হ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজওয়ান আহমেদ জানান, গতকাল সুফল বিশ্বাস কে বেলা ২ টার দিকে তার পরিবারে লোকজন হাসপাতালে নিয়ে আসে, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়ে ছিল