ফলোআপ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন:
মেহেরপুর মেহেরপুরের মুজিবনগর ডিগ্রী কলেজে সোমবারের ভাংচুর ও পুলিশ আহতের ঘটনায় মুজিব নগর থানার দুটি মামলা হয়েছে। জানাগেছে, মুজিবনগর থানার এ এস আই প্রকাশ বোষ বাদি হয়ে একটি মামলা দায়ের করে অপর দিকে মুজিবনগর ডিগ্রী কলেজে অধ্যক্ষ আব্দুল জলিল বাদি হয়ে অপর একটি মামলা দায়ের করেন। মুজিবনগর থানায় পুলিশ বাদি মামলা নাম্বার ৮ ও অধ্যক্ষ বাদি মামলা নাম্বার ৯। মুজিব নগর থানার থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা ওসি সুভাষ বিশ্বাস সাংবাদিকদের জানান, পুলিশ বাদি সহ দুটি মামলা হয়েছে। এ ঘটনায় আশরাফুল ও তহিদ নামের দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্য রাতে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে আশরাফুল ও তহিদ নামের দুই ছাত্র আটক করে পুলিশ তাদের কে পুলিশের উপর হামলা ও কলেজ কর্তিপক্ষের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে হাজির করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন। অপর দিকে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লার বখাটে ছেলে ওয়াসিম ইভটিজিং মামলা সহ কলেজে ভাংচুর মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন। উল্লেখ্য,মেহেরপুরের মুজিবনগর ডিগ্রী কলেজে এক আওয়ামীলীগ নেতার পুত্রকে কেন্দ্র করে সোমবার কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুদ্ধ কলেজ ছাত্ররা কলেজের বিভিন্ন কক্ষ সহ অধ্যক্ষ এর মটর সাইকেল ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ ,কাদুনি গ্যাস সহ ২০ রাউন্ড গুলি নিক্ষেপ করে। এই সময় ছাত্রদের ইটের আঘাতে মুজিবনগর থানার উপ-পরিদর্শক কামর“জ্জামান সহ ৫ পুলিশ সদস্য সহ কলেজের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, প্রাণী বিজ্ঞাণ বিভাগের অধ্যাপক আনোয়ারুল কবীর, ইংরাজি বিভাগের প্রভাষক মফিজুর রহমান আহত হয় ।আহত পুলিশ কর্মকর্তা হলেন এস আই জিএম কামরুজ্জামান ও কনেষ্টবল আমিরুজ্জামান। আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। সাংবাদিকরা বিক্ষুদ্ধ ছাত্রদের ইটপাটকেল নিক্ষেপের ছবি তুলতে গেলে বাঁধার মুখে পড়ে। ছাত্ররা সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিতে উদ্যত হয়। এই ঘটনায় কলেজের অধ্যক্ষ আব্দুর জলিল বাদী হয়ে ১৫/২০ জন ছাত্রকে আসামী করে মুজিবনগর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছে। পুলিশ ও এলাকাবাসি জানায়, সোমবার সকাল ১১ টার দিকে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোলার ছেলে ওয়াসিম বহিরাগত হিসাবে মুজিবনগর ডিগ্রী কলেজে প্রবেশ করে কলেজ ক্যাম্পাসে প্রতিদিনের ন্যায় দ্রুতবেগে মটর সাইকেল চালিয়ে মেয়েদের উক্ত্যাক্ত করতে থাকে। এ সময় কলেজের বিএ ১ম বর্ষের ছাত্র রকি বহিরাগত যুবক ওয়াসিমকে এ ধরনের আচারনের প্রতিবাদ করলে ওয়াসিম মটর সাইকেল থামিয়ে রকিকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত করে। এ খবর পেয়ে ছাত্ররা বহিরাগত যুবককে ধাওয়া করে। তখন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মফিদুল ইসলাম বহিরাগত যুবককে ছাত্রদের হাত থেকে উদ্ধার করে অধ্যক্ষ এর কক্ষে নিয়ে যায়। এতে আরও ক্ষুদ্ধ হয় ছাত্ররা। তারা বহিরাগত যুবককে তাদের হাতে তুলে দিতে দাবী জানায়। কিন্তু শিক্ষকরা সেই যুবককে নিরাপদ স্থান করে দেওয়ায় ছাত্ররা কলেজের উপর চড়াও হয়ে কলেজের বিভিন্ন কক্ষ, জানালা দরজার কাঁচ ও আসবাবপত্র সহ অধ্যক্ষের মটরসাইকেলটি ভাংচুর করে। এই সময় মুজিবনগর থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা সুভাষ বিশ্বাসের নের্তৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌছূলেও কোন ভূমিকা না নেওয়ায় পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার আব্দুল্লাহিল বাকী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালান। তিনি ছাত্রদের শান্ত হতে আহবান জানান। কিন্তু সে চেষ্টাও ব্যার্থ হয়। ছাত্ররা এই সময় বহিরাগত যুবকের হ্যাঙ্ক মটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ক্ষুদ্ধ ছাত্রদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে ছাত্ররা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ২০ রাউন্ড গুলি ও দুইটি টিয়ার সেল নিক্ষেপ করতে বাধ্য হয়।