মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ আগষ্ট: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর গ্রাম থেকে ২ জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো: রামনগর গ্রামের বাবর আলী (৩৮) ও রাফিউল ইসলাম মোল্লা। আজ শনিবার ভোররাতে তাদের আটক করে সদর থানা পুলিশ। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, গত ১৫ জুলাই হরতাল চলাকালে গাছ কেটে মুজিবনগর সড়ক অবরোধ করার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।