টপ নিউজ

মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু

By মেহেরপুর নিউজ

April 17, 2024

মেহেরপুর নিউজ:

জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু। বুধবার সকাল ন’টায় মুজিবনগর স্মৃতিসৌধ চত্বরে শেখ হাসিনা মঞ্চের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিসিম হোসেন রিমি দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ব্যাটালিয়ান, মেহেররপুর সরকারি কলেজ ও মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মেহেরপুর সরকারি শিশু পরিবারের সদস্যরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন। প্রধান অতিথি সালাম গ্রহণ করেন। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম প্যারেড পরিচালনা করেন।

জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য এএসএম নাজমুল হক সাগর, খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি মইনুল হক বিপিএম (বার) সিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. ফারুক আহমেদ,জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।