বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর দিবসে মনোজ্ঞ গীতিনাট্য “জল, মাটি ও মানুষ” প্রদর্শন

By মেহেরপুর নিউজ

April 17, 2023

মেহেরপুর নিউজ:

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা অর্কেস্টা দলের উদ্যোগে মনোজ্ঞ গীতিনাট্য “জল, মাটি ও মানুষ” প্রদর্শন করা হয়েছে।

সোমবার সকালে মেহেরপুরের মুজিবনগর আম্রকানন শেখ হাসিনা মঞ্চের সামনে গীতিনাট্য “জল, মাটি ও মানুষ” প্রদর্শন করা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য কাজী জাফরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ,জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মাহম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মো রাফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।