ইতিহাস ও ঐতিহ্য

মুজিবনগর দিবস উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে — জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

April 15, 2017

মেহেরপুর নিউজ,১৫ এপ্রিল: মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী বেসরকারী কর্মকর্তা এবং সাংবাদিকসহ আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে কমপ্লেক্স এলাকাতে ৩২টি সিসি ক্যামেরা স্থাপনসহ সব ধরণের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসকল কথা বলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। জেলা প্রশাসক বলেন, ব্যাগ ও পানির বোতল নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি জানান, পানির চাহিদা মেটাতে অনুষ্ঠান স্থলে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে। পাশাপাশি কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রাথমিক চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়াও সকল প্রস্তুতি শেষ পর্যায়ে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, সরকারী বিভিন্ন দপ্তরের মাধ্যমে এ অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে কাজ চলছে। পুরো মুজিবনগর কমপ্লেক্সকে দৃষ্টিনন্দন করার জন্য আলোকসজ্জা করা হয়েছে। পরিমল সিংহ জানান, বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যও পৃথকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রেসব্রিফিয়ে অন্যদের মধ্যে স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুল মান্নাফ কবীর উপস্থিত ছিলেন।