ইতিহাস ও ঐতিহ্য

মুজিবনগর দিবস পালনের সকল প্রস্তুতি প্রায় শেষ। আলোচনা সভায় যোগ দিচ্ছেন ডজন খানেক মন্ত্রী প্রতিমন্ত্রী

By মেহেরপুর নিউজ

April 15, 2015

মেহেরপুর নিউজ,১৫ এপ্রিল: ঐতিহাসিক মুজিবনগর দিবস ১৭ এপ্রিল। দিবসটি যথাযথ পালনের লক্ষ্যে ইতি মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও মেহেরপুর জেলা প্রশাসন। কর্মসূচীর মধ্যে রয়েছে ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় মৃজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুস্পস্তবক অর্পণ, সকাল সোয়া ৮টায় মুক্তিযোদ্ধা, বিজিবি, পুলিশ, আনসার,বিএনসিসি,স্কাউট গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন, সকাল ৯টায় মুজিবনগর শেক হাসিনা মঞ্চে হে তারুণ্য তুমি দাড়াও শিরোনামে উপস্থাপনা, সকাল সাড়ে ৯ টায় মুজিবনগর দিবসের আলোচনা সভা এবং বিকাল সাড়ে ৪টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভা: স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র সভাপতিত্বে ঐদিন সকাল সাড়ে ৯টার সময় শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যেদের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি, সিমিন হোসেন রিমি এমপি, এ এইচ এম খায়রুজ্জামান, মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী শ্রী নারায়ন চন্দ্র চন্দ, যুব ও ক্রীড়ি প্রতিমন্ত্রী শ্রী বীরেণ শিকদার, মেহেরপুর আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক এম এ খালেকসহ কেন্দ্রীয় নেতৃবন্দরা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।