ইতিহাস ও ঐতিহ্য

মুজিবনগর দিবস পালনের সব প্রস্তুতি সম্পন্ন

By মেহেরপুর নিউজ

April 15, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৫ এপ্রিল: আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস। কেন্দ্রীয়ভাবে মেহেরপুরের মুজিবনগরে এই দিবসটি পালিত হবে। দিবসটি পালনে মুজিবনগর স্মৃতিসৌধ ধোয়া মোছা,রঙ করাসহ সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধের পাশে শেখ হাসিনা মঞ্চ সাজানো হয়েছে। এই মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু। স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমেওে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ। এছাড়াও খুলনা বিভাগের ১০ জেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামীলীগ সুত্রে জানা গেছে। সমাবেশে বিভিন্ন জেলা থেকে আওয়ামীলীগ নেতা কর্মী ও মুক্তিযোদ্ধারা সমবেত হবেন। তাদের নিরাপত্তা ও অন্যান্য সুবিধাদি প্রদানে জন স্স্বাথ্য, এলজিইডি, গণপূর্ত ও জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, ১৭ এপ্রিল মুজিবনগরে দেশের প্রথম সরকার শপথ গ্রহন করে। সেই থেকে দিবস টি পালন হয়ে আসছে। তিনি আরো বলেন, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।