বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর দিবস পালনে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

April 02, 2018

মেহেরপুর নিউজ, ০২ এপ্রিল: মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আনিছুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী , মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আকতার, মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আনছার ও ভিডিপি অ্যাডজুডেন্ট আব্দুর রশিদ, বিটিভি প্রতিনিধি আলামিন হোসেন, কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মহাজনপুর ইউনিয়ন চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ। সভায় মুজিবনগর দিবসের বিভিন্ন কর্মসূচীর বিষয়ে আলোচনা করা হয়। কর্মসূচীর মধ্যে ভোরে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় গার্ড অব অনার প্রদান, গীতিনাট্য অনুষ্ঠান, পৌনে ১১ টায় মুজিবনগর আ¤্রকাননের শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা এবং বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় ও স্থানীয় শিল্পিদের পরিবেশনা সাংস্কৃতি অনুষ্ঠান। অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করতে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের প্রয়োজনীয় স্থাপনা সংস্কার, রঙ করা, স্ট্রিট লাইট মেরামত এবং ১৫ এপ্রিল থেকে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র নিরাপত্তার জন্য জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়।