খেলাধুলা

মুজিবনগর মোনাখালী কাপ ফুটবল টুর্নামন্টে রাধাকানৱপুর একাদশ চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

November 13, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর:

মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ওয়ালীউল বারী আনসার ভিডিপি ক্লাব আয়োজিত মোনাখালী মাঠে অনুষ্ঠিত মোনাখালী কাপ ফুটবল টুর্নামন্টে মেহেরপুর সদর উপজেলার রাধাকানৱপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাধাকানৱপুর ১-০ গোলে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের সেলিম রেজা দলের পক্ষে একমাত্র গোলটি করেন। খেলা শেষে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।