রাজনীতি

মুজিবনগর রশিকপুরের ব্যানা হত্যা মামলায় বিপুল ৩ দিনের রিমান্ডে

By মেহেরপুর নিউজ

May 06, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ এপ্রিল: পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন হত্যা মামলায় আটক মেহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল্ল­াহ আল মামুন বিপুলকে মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের ব্যানারুল ইসলাম ওরফে ব্যানা হত্যা মামলায় জিজ্ঞাসাবেদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে। মুজিবনগর থানায় দায়ের করা ওই মামলায় (মামলা নং-৬, তারিখ- ২১/০৩/১১) তদন্তকারী কর্মকর্তা ওসি  তদন্ত বাবর আলী আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার পুলিশ আটক বিপুলকে জিজ্ঞাসাবাদের জন্য মেহেরপুর থানায় নিয়েছে। উলে­খ্য, গত ১ এপিল রাতে মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজধানী শপিং সেন্টারে প্যানেল মেয়র মিজানুর রহমানের উপর বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা জর্জ আদালতের পিপি মিয়াজান আলী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর জেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল ও অজ্ঞাত কয়েকজনসহ ১০/১২ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় প্যানেল মেয়র রিপনের পিতা আব্দুল হালিম একটি মামলা দায়ের করেন। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে মামলা থেকে আওয়ামীলীগের ২ আসামির নাম বাদ দেয়া হয়। মামলার আসামি ৮নং ওয়ার্ড কাউন্সিলর জেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল ও সন্দেহভাজন মোমিন নামের অপর এক যুবক  আটক করে। তাকে ৩ মেয়াদে ৬ দিন রিমান্ড নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।