বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর সরকারী কলেজের প্রভাষকের উপর হামলার অভিযোগ

By মেহেরপুর নিউজ

October 04, 2016

মেহেরপুর নিউজ, ০৪ অক্টোবর: মেহেরপুরের মুজিবনগর সরকারী ড্রিগ্রি কলেজের জমি নিয়ে বিরোধের জের ধরে কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেনকে পিটিয়েছে বিবাদীর অাইনজীবি এ্যাড. শাহিনুর রহমান। মঙ্গলবার দুপুরের দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে তার উপ হামলা চালিয়েছে বলে বাদি অভিযোগ করেছেন। এ ঘটনায় অ্যাড. শাহিনুর রহমানকে প্রধান আসামী করে মেহেরপুরসদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এজাহারের অপর অাসামীরা হলেন: সদর উপজেলার বামনপাড়া গামের নান্নুর ছেলে রাশেদ ও আসাদুল ইসলাম। মামলার এজাহারে বাদির অভিযোগ, ঘটনার সময় কলেজ থেকে বাড়ি ফেরার পথে চকশ্যামনগর গিয়ে পৌছালে মুজিবনগর সরকারী কলেজের জমিজমা সংক্রান্ত শত্রুতার জের ধরে মামলার বিবাদীর আইনজীবী শাহিনুর রহমান তার দুই সঙ্গী নিয়ে আমার মোটরসাইকেলের গতিরোধ করে তার হেলমেট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। আমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে স্থানীয় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে এ ব্যাপারে অভিযুক্ত অ্যাড. শাহিনুর রহমান বলেন, সারাদিন আদালতেই ছিলাম। এ ধরণের কোনো ঘটনাই ঘটেনি। তবে মুজিবনগর সরকারী কলেজের জমিজমা নিয়ে একটি মামলা রয়েছে বলে তিনি জানান। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ধরণের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।