শিক্ষা ও সংস্কৃতি

মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের পরীক্ষার কক্ষ ভাংচুর ।। পরস্পর বিরোধী অভিযোগ

By মেহেরপুর নিউজ

July 11, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জুলাই: মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজে কেন্দ্রে বাউবি’র ডিগ্রি পরীক্ষায় নকল করতে না দেয়াকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের জানালা ভাংচুর করে বিক্ষোভ করেছে। অপরদিকে কলেজ কতৃপক্ষের দাবি মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষার্থীদের উত্তেজিত করে এ ঘটনা  ঘটিয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার সকালে প্রায় আধাঘন্টা যাবৎ পরীক্ষা নেয়া বন্ধ ছিলো বলে জানা গেছে। এ ব্যাপারে মুজিবনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ই ম আবদুল্লাহ

জানান, মুজিনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কলেজের শিক্ষকদের সাথে তার পূর্ব বিরোধের জের ধরে পরীক্ষার্থীদের উত্তেজিত করে এ অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছেণ।এ ঘটনায় কলেজের পরিবেশ নষ্ট হয়েছে। আমরা বাউবির কাছে আবেদন করেছি এ কলেজে এ কেন্দ্র যাতে আর না দেয়া হয়। তিনি আরো বলেন, জেলা প্রশাসক শুধুমাত্র মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারকে পরীক্ষা পরিদর্শনের আদেশ দিয়েছেণ। কিন্তিু তিনি আরো ২জন উপজেলা কর্মকর্তাকে নিয়ে পরীক্ষা হল পরিদর্শন করেছেন। যা আইনত ঠিক না। অপরদিকে, এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডল বলেন,আমি পরীক্ষা হলে পরিদর্শন করলে পরীক্ষার্থীরা নকল করতে পারে না। এ ঘটনায় তার ক্ষিপ্ত হয়ে কিছু উচ্ছশৃঙ্খল পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের জানালা কাচ  ও বেঞ্চ ভাংচুর করে। এ সময় তার প্রায় আধা ঘন্টা পরীক্ষা না দিয়ে বাইরে বিক্ষোভ করে। তিনি আরো বলেন, আইনত আজকের পরীক্ষা ঠিক হয়েছে কিনা তানিয়ে ভাবার বিষয় আছে । তবে পূর্ব বিরোধের জের তিনি ভিত্তিহীন বলে দাবি করেন। পরীক্ষা কেন্দ্রে ২ জন উপজেলা কর্মকর্তকে নিয়ে পরিদর্শনে যাবার বিষয়ে তিনি বলেন, ২ জন  বিএসএস ক্যাডার পরীক্ষা হল পরিদর্শনে তাকে সহযোগীতা করতেই পারেন ।