জাতীয় ও আন্তর্জাতিক

মুজিবনগর সীমান্তে শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশব্যাক করেছে বিএসএফ

By Meherpur News

May 04, 2025

মেহেরপুর নিউজ:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্ত দিয়ে এক শিশুসহ ১০ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে। শনিবার  দিবাগত রাত সোয়া ২টার দিকে সীমান্তের ভবেরপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধীনস্থ মুজিবনগর বিওপির একটি টহল দল রাতেই সীমান্ত পিলার নম্বর ১০৫ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের ভেতরে ওই ১০ জনকে আটক করে। বিজিবির দাবি, আটককৃতরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন।

আটককৃতরা হলেন শহিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০) সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাড্ডা গ্রামের সন্তোষ দাশের ছেলে প্রসেনজিৎ দাস, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হাসেনকান্দা গ্রামের বিল্লাল হাসেন কান্দার রিপন শেখ, যশোরে শার্শা উপজেলার কন্যাদের তাজ উদ্দিন মোল্লা ছেলে তারেক হোসেন, খুলনা ডুমুরিয়া উপজেলার ঘনা বান্দা গ্রামের সুব্রত রায় মেয়ে সুজুতি রায়, খুলনার দিয়াড়াবিল গ্রামের দীপঙ্কর রায়ের স্ত্রী কৌশল্যা রায়, নড়াইল জেলার পঙ্ক গ্রামের অসীম সরকারের স্ত্রী অর্চনা রানী সরকার, যশোরের অভয়নগর উপজেলার বৈদ্যানা গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে দেবদাস বিশ্বাস এবং জয়দেব বিশ্বাস। তাদের মধ্যে একজন শিশু রয়েছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। সাজা ভোগ শেষে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগার থেকে তাদের একত্র করে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে মুজিবনগরের ভবেরপাড়া সীমান্তে ঠেলে দেয় বিএসএফ। সীমান্ত পার হওয়ার পর বিজিবি তাদের আটক করে তল্লাশি শেষে ক্যাম্পে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান রবিবার (৪ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী এবং ১ টি শিশু রয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইন, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ ঘটনায় মুজিবনগর বিওপির হাবিলদার মো. বাবুল হোসেন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। আটক ব্যক্তিদের মুজিবনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।