বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর স্মৃতি কেন্দ্রের সামনে নির্মিত বঙ্গবন্দ্ধু’র ভাস্কর্য অবিকলভাবে ফুটিয়ে তোলা হয়নি–প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.)এবিএম তাজুল ইসলাম

By মেহেরপুর নিউজ

January 08, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী: জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবিএম তাজুল ইসলাম বলেছেন,মুজিবনগর স্মৃতি কেন্দ্রের সামনে নির্মিত বঙ্গবন্দ্ধু’র ভাস্কর্য অবিকলভাবে ফুটিয়ে তোলা হয়নি। ভাষ্কর্য ভেঙ্গে ফেলে নতুন করে করা হবে এবং পুরো ভাস্কর্য জুড়ে জাতির জনকের ৭ মার্চের ভাষনের আবহ বড় আকারে ফুটিয়ে তোলা হবে। তিনি আরো বলেন,মুজিবনগর স্মৃতি কেন্দ্রের ভিতরে যেসব ভাস্কর্য স্থাপন করা হয়েছে তা অতি ক্ষুদ্র আকারে হয়েছে। যা গ্যালারি থেকে দেখা সম্ভব হয়না। এগুলো বড় করার ব্যবস্থা গ্রহন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) রোববার সকালে মুজিবনগর স্মৃতিকেন্দ্র

পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। আজ রোববার সকালে সংসদীয় কমিটির টিমটি রোববার সকাল সোয়া  ৯ টায় মুজিবনগর আম্রকাননে এসে পৌছে। পর্যটন মোটেলে সকালের নাস্তা শেষে মুজিবনগর স্মৃতি কেন্দ্রের বিভিন্ন দিক ঘুরে দেখেন। মন্ত্রী বলেন,মুজিবনগর স্মৃতিকেন্দ্রের ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরিভাবে চালু করা হবে অতি শীঘ্রই। পাশাপাশি,মুজিবনগর স্মৃতি কেন্দ্রের বিভিন্ন ডিজাইনের পরিবর্তন করা হবে।