বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগ‌রের যতারপুর থে‌কে গান পাওডারসহ চি‌হিৃত ডাকাত মান্নান আটক

By মেহেরপুর নিউজ

August 22, 2015

মে‌হেরপুর নিউজ, ২২ আগষ্ট:

‌মে‌হেরপুরের মু‌জিবনগর উপ‌জেলার যতারপুর প‌শ্চিমপাড়ায় অ‌ভিযান চা‌লি‌য়ে এলাকার চি‌হিৃত ডাকাত ও বোমা সরবরাহকারী আব্দুল মান্নান‌কে ২ কে‌জি গান পাওডার সহ আটক ক‌রে‌ছে ডি‌বি পু‌লিশ। ডাকাত আব্দুল মান্নান একই গ্রা‌মের ইয়াজতুল্লাহর ছে‌লে।

‌ডি‌বি পু‌লিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে শ‌নিবার দুপুর দেড়টার দি‌কে মে‌হেরপুর ডি‌বি পু‌লি‌শের এস আই জালাল উ‌দ্দি‌নের নেতৃ‌ত্বে ডি‌বির এক‌টি দল যতারপু‌রে মান্না‌নের বা‌ড়ি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে আটক ক‌রে। এ সময তার বা‌ড়ি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে পু‌লিশ বোমা তৈ‌রির ২ কে‌জি গান পাওডার উদ্ধার ক‌রে।

ডি‌বির এস আই জালাল উদ্দিন মে‌হেরপুর নিউজ‌কে ব‌লেন, ডাকাত আব্দুল মান্নান নি‌জে ডাকা‌তি করাসহ বি‌ভিন্ন ডাকাতদ‌লের কা‌ছে বোমা বা‌নি‌য়ে তা সরবরাহ কর‌তো। তি‌নি আরো ব‌লেন, মান্না‌নের বিরু‌দ্ধে জেলার বি‌ভিন্ন থানায় ৫টি মামলা র‌য়ে‌ছে।