অন্যান্য

মুরগী থেকে মোরগে রুপান্তর!

By মেহেরপুর নিউজ

May 28, 2016

মেহেরপুর নিউজ, ২৮ মে: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামে কৃষক হাবিবুর রহমানের ৬ বছর বয়সী একটি ডিম ও বাচ্চা ফোটানো মুরগী মোরগে পরিণত হয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শতশত উৎসুক গ্রামবাসী মোরগটিকে দেখতে হাবিবুর রহমানের বাড়িতে ভিড় জমাচ্ছে। একটি মুরগীর আয়ু সাধারণত এত বেশী হয় না তারপরে মুরগী থেকে মোরগে রুপান্তরের ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। কৃষক হাবিবুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, মুরগীটি গত ৯ মাস ধরে ডিম দেওয়া ও বাঁচ্চা ফোটানো বন্ধ করে দিয়েছে। অথচ গত ছয় বছর ধরে মুরগীটি ৩ মাস পরপর ডিম এবং ১০টি করে বাচ্চা ফোটাতো। গত ৯ মাস থেকে মুরগীটির আকৃতি ক্রমশই মোরগের মতো হতে থাকে। এ ব্যাপারে মেহেরপুর সরকারী কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল হক বলেন, হরমোনাল প্রভাবের কারণে অনেক সময় কিছু লিঙ্গ পরিবর্তনের ঘটনা ঘটতে পারে। তবে তিনি বলেন, মুরগীর আয়ুকাল ৫/৬ বছর হওয়ার কথা নয়। তারপরেও ব্যাতিক্রম ঘটনা ঘটতে পারে। যোগাযোগ করা হলে মুজিবনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুর আলম বলেন, সাধারণত একটি মুরগী ৭৫ থেকে ৮০ সপ্তাহ ডিম দিয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে ১০০ সপ্তাহ পর্যন্ত হতে পারে। তবে ৫/৬ বছর বয়সী কোনো মুরগী ডিম দেয়ার কথা না। মুরগী থেকে মোরগে পরিণত হওয়ার বিষয়ে তিনি বলেন, এ ধরণের ঘটনা তিনি এই প্রথম শুনছেন। ডা. নুর আলম আরো বলেন, মুরগীর মালিক কোনো ধরণের লিঙ্গ পরিবর্তনের ঔষধ সেবন করালেও এ ধরণের ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন। তবে বিষয়টি নিয়ে যাচাই বাছাই করার প্রয়োজনীতা আছে বলে তিনি জানান।