বর্তমান পরিপ্রেক্ষিত

মুুজিবনগরে অজ্ঞাত পাগলের মৃত্যু

By মেহেরপুর নিউজ

June 07, 2023

মুুজিবনগর প্রতিনিধিঃ

মেহেরপুরের মুুজিবনগর অজ্ঞাত এক পাগলের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে মুুজিবনগর উপজেলা স্বাস্হ কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায তার মৃত্যু ঘটে।

স্হানীয়রা জানায়,ওই ব্যাক্তি বেশ কিছুদিন যাবৎ কেদারগঞ্জ এলাকায় ঘোরাঘুরি করতো। গত ৫জুন সোমবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে অজ্ঞাত পাগল রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন কেদারগঞ্জ বাজারের ফারুক লাইব্রেরির মালিক ফারুক হোসেন।তার শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় ভোর ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এদিকে মৃত ব্যাক্তির লাশের পরিচয় শনাক্ত করতে না পারায় এলাকাবাসী তার লাশ মানিকনগর গ্রামের গোরস্থানে দাফন করেন।