বর্তমান পরিপ্রেক্ষিত

মুুজিবনগরে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 06, 2023

 মুুজিবনগর প্রতিনিধিঃ

“রুখবো দূর্নীতি গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ “এই এস্লোগানকে ধারণ করে মেহেরপুরের মুুজিবনগরে মাধ্যমিক পর্যায়ে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

দুদক এর কুষ্টিয়া জেলা কার্যালয় ও মুুজিবনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার সকালের দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

মুুজিবনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহসান আলী খানের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক হিসেবে জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর সহকারী শিক্ষক আব্দুল খালেক,মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম দায়িত্ব পালন করেন।

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অংশ নেয়।এতে গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন দলের জয়িতা ইসলাম শ্রেষ্ঠ দলনেতা নির্বাচিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মডারেটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন মুুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।বিশেষ অথিথি হিসেবে উপস্হিত ছিলেন কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয় উপ-সহকারী পরিচালক আবু তালহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুস সাদাত রত্ন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মুুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের সাবেক শিক্ষক বাকের আলী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুল হাই, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ পারভিন,উপজেলা (দূপ্রক) সদস্য এমএসটিআই কলেজ শিক্ষক ইয়ামিন হোসেন,দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর শিক্ষক মহির শেখ উপস্হিত ছিলেন।