বর্তমান পরিপ্রেক্ষিত

মুুজিবনগরে মাধ্যমিক পর্যায়ে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 04, 2023

মুুজিবনগর প্রতিনিধিঃ

মেহেরপুরের মুুজিবনগরে মাধ্যমিক পর্যায়ে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। দুদক কুষ্টিয়া জেলা কার্যালয় ও মুুজিবনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রোববার সকালের দিকে গোপাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

মুুজিবনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও মুুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বাকের আলীর সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক হিসেবে জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর সহকারী শিক্ষক আব্দুল খালেক,মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম দায়িত্ব পালন করেন। দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয়।

প্রতিযোগীতায় গোপালনগর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। মুুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহাবুব উল্লা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন মুুজিবনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান।উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল হাই, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানাজ পারভিন,উপজেলা (দূপ্রক) সদস্য এমএসটিআই কলেজ শিক্ষক ইয়ামিন হোসেন ও জিনিয়াস প্রিক্যাডেট একাডেমীর শিক্ষক মহির শেখ।