নাহিন, সাব্বির এবং হাসিবুলের ব্যাটিং তাণ্ডব এবং বিকালে কাসাবের বোলিং ঝলকে মেহেরপুর এম কে এস পি ১২১ রানের বিশাল জয়। পাত্তাই পেল না ঝিনাইদহ জেলা সম্মিলিত ক্রিকেট একাডেমি।
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেয়র কাপ কিশোর ক্রিকেট টুর্ণামেন্টে পঞ্চম খেলায় মেহেরপুর এম কে এস পির চতুর্থ জয়টি এসেছে হেসেখেলেই ।
বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে মেহেরপুর এম কে এস পি প্রথমে ব্যাট করতে নেমে দলীয় অধিনায়ক নাহিন ও সাব্বিরের অর্ধশতকের উপর ভর করে ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রানের আকাশছোঁয়া স্কোর গড়ে তোলেন। দলের পক্ষে দলীয় অধিনায়ক নাহিন অপরাজিত ৮৩, সাব্বির অপরাজিত ৫৩, হাসিবুল ৪৪ রান করেন।
ঝিনাইদহ পক্ষে রিফাত দুটি কাদরিয়া দুটি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে ঝিনাইদহ সম্মিলিত একাদশ মেহেরপুরের কাসাবের বোলিং ঝলক ও অনবদ্য হ্যাটট্রিকের সুবাদে ২১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান সংগ্রহ করে। কাসাব ৫ ওভার বল করে ৮ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৬ উইকেট দখল করেন।
কাসাব চতুর্থ ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে এবং পঞ্চম ওভারের প্রথম বলে উইকেট দখল করে তার হ্যাটট্রিক পূর্ণ করেন।এ জয়ের ফলে মেহেরপুর এম কে এস পি তাদের পাঁচটি খেলায় চারটিতে জয়লাভ করলো।