রাজনীতি

মেহেরপুরকে আওয়ামীলীগের দূর্গ করে গড়ে তোলা হবে — – — এমপি ফরহাদ হোসেন

By মেহেরপুর নিউজ

February 28, 2015

মেহেরপুর নিউজ,২৮ ফেব্রুয়ারি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেছেন, মেহেরপুরকে আওয়ামীলীগের দূর্গ করে গড়ে তোলা হবে। ফরহাদ হোসেন শনিবা্র দুপুরে শহীদ সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য এ কথা বলেন। ফরহাদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ। আজ তার জেলা কাউন্সিল। আপনার কাউন্সিলরা গর্বিত এ ধরনের একটি রাজনৈতিক দলের কাউন্সিলর হতে পেরেছেন।আপনারা পাশে থাকলে মেহেরপুরকে একদিন আওয়ামীলীগের দূর্গ করে গড়ে তোলা সম্ভব হবে।