বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের রয়েল পরিবহন ডাকাতির কবলে।। আমঝুপির প্রবাস ফেরত শাহিনের সর্বস্ব লুট

By মেহেরপুর নিউজ

August 28, 2013

শহিদুল ইসলাম,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগষ্ট: ঢাকা থেকে মেহেরপুর আসার পথে ফরিদপুরের মধুখালী নামক স্থানে মেহেরপুরগামী রয়েল পরিবহনের একটি গাড়ি ডাকাতের কবলে পড়ে। এতে গাড়ির অন্যান্য যাত্রীসহ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হাজী মোজাফফরের কুয়েত প্রবাসী ছেলে শাহিন দীর্ঘদিন প্রবাস জীবনযাপন শেষে বাড়ি ফেরার সময় ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খুয়েছে।

মেহেরপুর -ঢাকা সড়কের ফরিদপুর জেলার মধুখালী নামক স্থানে মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে  এ ডাকাতির ঘটনা ঘটে। কুয়েত  প্রবাসী শাহিন  রয়েল পরিবহনে ঢাকা থেকে বাড়ি ফিরছিলো। এ সময় ডাকাতরা তাকেও অস্ত্রের মূখে জিম্মি করে ১০ ভরি সোনার গহনা, ৪টি মোবাইল সেট,নগদ ৩০ হাজার নগদ টাকাসহ ৭ লক্ষাধীক টাকার মূল্যেবান মালামাল লুট করে নিয়েছে। এ সময় শাহিন তাদের  প্রতিরোধ করলে ডাকাতরা ছোরা দিয়ে তার মাথায় আঘাত করে। এতে শাহিনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এছাড়া গাড়ির অন্যান্য যাত্রীদের কাছে থাকা মূল্যবান মালামাল ও টাকা পয়সা লুট করে নেয় ডাকাত দল।

গাড়ির যাত্রী মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়রম্যান আ্দুল মালেক মোল্লা জানান, গাড়িটি ফরিদপুরের মধুখালী পৌছালে হঠাৎ করে যাত্রি বেশে থাকা ৯/১০ জনের ডাকাত দল অস্ত্রের মূখে গাড়ির চালকসহ সকলকে জিম্মি করে গাড়ি নিয়ন্ত্রনে নেয়। এ সময় যাত্রীদের কাছে থাকা মূল্যবান মালামাল সহ নগদ টাকা লুট করে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। এদিকে প্রবাস ফেরত শাহিনের ভাই সাংবাদিক চঞ্চল মেহেরপুর নিউজকে জানান,মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হাজী মোজাফফরের ছেলে শাহিন দীর্ঘদিন কুয়েত অবস্থান শেষে সোমবার রাতে ঢাকায় এসে পৌছে। ঢাকায় প্রয়োজনীয় কাজ সেরে রয়েল পরিবহন যোগে মঙ্গলবার রাতে মেহেরপুরের উদ্যোশে রওয়ানা হয়। পথিমধ্যে গাড়িটি ফরিদপুরের মধুখালী এসে পৌছালে একই গাড়িতে থাকা যাত্রী বেশে ৯/১০ জন ডাকাত অস্ত্রেরমুখে প্রবাসী শাহিনসহ যাত্রীদেরকে জিম্মি করে। এ সময় ডাকাতদল গাড়ির ড্রাইভারকে অস্ত্রের মুখে জিম্মি  করে ষ্ট্রিয়ারিং কেড়ে নিয়ে গাড়ি নিয়ন্ত্রনে নেয়। ডাকাতদল শাহিন কে জিম্মি করে তার কাছে থাকা ১০ ভরি সোনা, নগদ ৩০ হাজার টাকা ,৪টি মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নেয়। শাহিন ডাকাতদের প্রতিরোধ করলে তারা ছোড়া দিয়ে শাহিনরে মাথায় আঘাত করে। এ সময় শাহিন রক্তাক্ত জখম হয়। পরে শাহিনের পরিবার খবর পেয়ে গাংনী র‌্যাব ক্যাম্পে দেয়।