শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

By মেহেরপুর নিউজ

April 01, 2015

মেহেরপুর নিউজ,০১ এপ্রিল: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার হরতাল ও অবরোধের মধ্যে নির্ধারিত সমনুয়ায়ী আজ বুধবার সকাল ১০ টার সময় সারাদেশের সাথে একযোগে মেহেরপুরেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামান বিভিন্ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,এবছর মেহেরপুর জেলা থেকে ৫হাজার ৬৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। যার মধ্যে এইচএসসি পরীক্ষায় ৪হাজার ৩৯ জন, ভকেশনালে ১৮৯ জন, ব্যবসায় ব্যবস্থাপনায় ১হাজার ৩১৩ জন আলিম পরীক্ষার্থী ১০৬ জন। জেলার ৩ উপজেলার ১২টি কেন্দ্রে এসকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে, মেহেরপুর সরকারী কলেজে ৭৩৩জন, মেহেরপুর সরকারী মহিলা কলেজে ৭৪২ জন, মেহেরপুর পৌর কলেজে ৪৬০ জন, গাংনী ডিগ্রি কলেজে ৫৮০ জন, গাংনী মহিলা ডিগ্রি কলেজে ৪৬৬ জন, বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজে ৫২৭ জন, মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজে ৭০৪ জন,মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজে ৩৩২ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ৮০৮ জন, মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ১৮৯ জন এবং মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে। তবে কোনো পরীক্ষার্থী অনুপস্থিত আছে কিনা তা একনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।