শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরের আমঝুপিতে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা

By মেহেরপুর নিউজ

November 10, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছরে এসএসসি ফরম পূরণের জন্য সরকার নির্ধারত ফি ছাড়াও অতিরিক্ত রেজিষ্টেশন ফিস এবং বাধ্যতামূলক কোচিং ফিস আদায়ের কারণে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে আমঝুপি বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যায় । মিছিলে ১০ম শ্রেণীর শিক্ষার্থী সহ অভিভাবকেরা অংশ নেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা মেহেরপুর নিউজের সিনিয়র রিপোর্টার আবু আক্তারের কাছে অভিযোগ করেন,বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ

থেকে ৩ হাজার ২’শ টাকা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ১’শ টাকা হারে আদায় করা হচ্ছে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুল ইসলাম মুকুল শিক্ষকদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে মেহেরপুর নিউজকে বলেন, সরকারি ফিস অনুযায়ী রেজিষ্টেশন ফিস এবং কোচিং ফিস নেওয়া হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীরা যে অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে তাদের সে অভিযোগ সঠিক নয়। অপরদিকে বিক্ষোভের এক পর্যায়ে অভিভাবকদের সাথে সমঝোতায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ২ হাজার ৫০০টাকা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের ২ হাজার ৪০০ টাকা নেওয়ার আশ্বাস দেওয়ায় বিক্ষোভকারীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।