মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের কাবাডিতে আর আর মাধ্যমিক বিদ্যালয় ওয়াকওভার পেয়েছে। আজ মঙ্গলবার বিকালে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয মাঠে নির্ধারিত খেলায় শালিকা মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহন না করায় আর আর মাধ্যমিক বিদ্যালয় এ ওয়াকওভার পায়।