আইন-আদালত

মেহেরপুরের আমঝুপিতে দু’চাল ব্যবসায়ীর জরিমানা আদায়

By মেহেরপুর নিউজ

April 24, 2019

মেহেরপুর নিউজ, ২৪ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে পলিথিন বস্তা ব্যবহার করে দু’চাল ব্যবসায়ীর নিকট থেকে দেড় হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে সাড়ে ১০টার দিকে মেহেরপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিবুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তা সেলিমুজ্জামান অংশ নেন। দন্ডিত ব্যবসায়ীরা হলেন-আমঝুপি বাজারে জাহাঙ্গীর হোসেনের এক হাজার টাকা এবং আলা উদ্দিনের নিকট থেকে পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিবুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইনে দোষী সাব্যস্ত করে তাদের দুজনের জরিমানা করা হয়।