বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপিতে বিদ্যুতের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ ।। অবশেষে পুলিশ সুপারের আশ্বাসে প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

May 28, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মে: ‘৪ ঘন্টা নয়,দিনে অন্তত ১৮ ঘন্টা বিদ্যূৎ চাই” মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত জনতা আমঝুপি বাজারে বিক্ষোভ সমাবেশ ও মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে। উত্তেজিত গ্রামবাসীরা বিক্ষোভ সমাবেশ শেষে সড়ক অবরোধ করে। এসময় সড়কে সব ধরনের বাসচলাচল বন্দ্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মেহেরপুর সদর থানার এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটঁনাস্থলে পৌছালে জনতার রোষানলে পড়ে। সে জনতার হাতে লাঞ্চিত হয়। পড়ে স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দ এএসআই জাহাঙ্গীরকে জনতার

হাত থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। বিকেল ৫ টা থেকে সন্দ্ধ্যা সোয়া ৭ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। এসময় সড়কে বহু গাড়ি আটকা পড়ে। পরে সন্দ্ধ্যা ৭ টা ২০ মিনিটে মেহেরপুরের পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকি ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে রাত সাড়ে ৭ টা থেকে অবরোধ তুলে নেয় বিক্ষব্দু গ্রামবাসীরা। পুলিশ সুপার মঙ্গলবার গ্রামবাসীর পক্ষ থেকে ৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে উদ্ভুত পরিস্থিতি সমাধানের জন্য আলোচনায় বসবেন বলে কথা দেন। আজ সোমবার বিকেলে আমঝুপি বাজারে বিদ্যুৎ ও আমঝুপি ইউনিয়নে পৃথক ফিডারের দাবীতে আমঝুপি ইউনিয়নবাসীর উদ্যেগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,আমঝুপি ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান বোরহানউর্দ্দিন চুন্নু,সাবেক ইউপি সদস্য মোস্তাক রাজা,স্কুল শিক্ষক এফ কবির,গ্রামবাসী লিটন,মকবুল সহ গ্রামবাসী,সুশীল সমাজের প্রতিনিধি,বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।