আইন-আদালত

মেহেরপুরের আমঝুপিতে ভ্রাম্যমান আদালতের অভিযান ।। ৫ মৎস্য ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

July 06, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুলাই:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি হাটে অভিযান চালিয়ে ওজনে কম দেয়ার আভিযোগে ৫ মৎস্য ব্যবসায়ীর নিকট ২ হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ওই ব্যবসায়িদের দাড়িপাল্লার শলা ভেঙ্গে দেয়া হয়।

জানা গেছে, রোববার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমীনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সদর উপজেলার আমঝুপি হাটে অভিযান চালায়। এ সময় ওজনে কম দেয়ায় ২ মৎস্য ব্যবসায়ীর কাছে থেকে ১ হাজার টাকা করে , ১ ব্যবসায়ীর নিকট ৫’শ টাকা এবং ২ ব্যবসায়ীর নিকট থেকে ২’শ টাকা করে মোট ২ হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করা হয় এবং ওই ব্যাবসায়ীদের দাড়িপাল্লার শলা ভেঙ্গে দেয়া হয়।