টপ নিউজ

মেহেরপুরের আমঝুপিতে যথাযোগ্য মর্যাদার অমর একুশে পালন

By মেহেরপুর নিউজ

February 21, 2020

শহিদুল ইসলাম, আমঝুপি থেকে:

আজ অমর একুশে। জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনের ৬৮ বছর পূর্ণ হলো আজ। অমর একুশের শহীদদের প্রতিশ্রদ্ধা। সব পথ এসে মিশে গেছে এক অভিন্ন গন্তব্য শহীদ মিনারে। বসন্তে ফোটাফুলের স্তবক হাতে, নগ্ন পায়ে ধীরে ধীরে বেদীর দিকে এসে ফুল অর্পণ করেন সবাই। কণ্ঠে সেই অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি  কি ভুলিতে পারি—, ভাষা শহীদদের প্রতি নিবেদিত শ্রদ্ধার ফুলে ফুলে ঢেকে গেছে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনারের বেদী। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন চেয়ারম্যান রোবহান উদ্দিন আহম্মেদ, আমঝুপি ইউনিয়ন পরিষদ.

বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় দিন আজ। অমর একুশে ফেব্রুয়ারি স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনসহ, আমঝুপি ইউনিয়ন আওয়ালীগ, আমঝুপি ইউনিয়ন পরিষদ, আমঝুপি পাবলিক ক্লাব, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি আলিম মাদরাসা, আমঝুপি আইডিয়াল স্কুল, আমঝুপি ইউনিয়ন কৃষকলীগ, আমঝুপি ইউনিয়ন যুবলীগ, আমঝুপি ইউনিয়ন তাঁতীলীগ, আমঝুপি ইউনিয়ন মৎস জীবি লীগ ,আমঝুপি গন্ধরাজপুর প্রাথমিক বিদ্যালয়, আমঝুপি উত্তর পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়, আমঝুপি সরকারী বালক প্রাথমিক বিদ্যালয়, আমঝুপি সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়, আমঝুপি ইউনিয়ন ছাত্রলীগ, আমঝুপি স্বেচ্ছা সেবক লীগ, ডা. মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি শিশু কিশোর নাট্য সাংস্কৃতিক সংগঠন, আমঝুপি বিএডিসি, র‌্যালী নিয়ে ফুল প্রদান করেন এবং দিন ব্যাপী বিস্তারিত কর্ম সূচি ঘোষণা পালন করছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১মিনিটে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পা অর্পণের মধ্য দিয়ে কর্মসূচী শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান ও  আমঝুপি পাবলিক ক্লাবের সভাপতি রোবহান উদ্দিন আহম্মেদ , ইউপি সদস্য আলফাজ হোসেন, সেলিম রেজা, এছাড়া যারা উপস্থিত ছিলেন  আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান,  সাধারন সম্পাদক আনোয়ার সাদাত,  জাকির হোসেন, টুটুল, আওলাদ হোসেন, সাজিদুজ্জামান, নজরুল ইসলাম, মন্টু, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আহম্মদ আলী, শিরিন সুলতানা, কিতাব আলী, মারুফ হোসেন, রোকুনুজ্জান, মফিজুর রহমান, অধ্যক্ষ মাহবুব উল আলম, আব্দুল্লাহ আল মামুন, জিয়াউর রহমান উপ-পরিচালক, নাহিদ ইসলাম, আবু তাহের, আনিছুর রহমান উপ-সহকারী পরিচাল বিএডিসি আমঝুপি, আবুল হাসান, শরিফ উদ্দিন, হাফিজুজ্জামান, সাগর, সবুজ, লিটন, মফিজুর রহমান, ফারুক হোসেন, গিয়াস উদ্দিন চানা, সামসুজ্জামান. সহ আরো অনেকে।