শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরের আমঝুপিতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

By মেহেরপুর নিউজ

February 04, 2016

মেহেরপুর নিউজ, ০৪ ফ্রেব্রুয়ারী: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গন্ধরাজপুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পৃতিবার সকালে বিদ্যালয় প্রঙ্গনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়।

আমঝুপি কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রæপ ও স্থানীয় একটি এনজিও এ সমাবেশের আয়োজন করে। গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের উপ-কার্যক্রম ব্যবস্থাপক মোঃ আশিক ইকবাল, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কিতাব আলী। ওয়াচ গ্রুপের সদস্য মোঃ শহিদুল্লাহ, হাজী আব্দুল হান্নান মাষ্টার, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, এসমসি সহ-সভাপতি হেলাল উদ্দিন, পিটিএ সভাপতি আখতারুজ্জামান, আব্দুর রকিব প্রমুখ।

সমাবেশে অনিয়মিত ছাত্র-ছাত্রীদের নিয়মিত করন, বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, শতভাগ ভর্তি, সমাপনী পরীক্ষার ফলাফল সহ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা বাড়াতে আহবান জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মেদ।