বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপিতে সড়ক দূর্ঘটনায় ২ আলগামন চালক আহত

By মেহেরপুর নিউজ

February 18, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ ফেব্রুয়ারী: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সড়ক দূর্ঘটনায় ২ আলগামন চালক আহত হয়েছে।আহতরা হলো,মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের আব্দুস সালামের ছেলে রাজু (১৫) এবং গাংনী উপজেলার কসবা গ্রামের কাশেম আলীর ছেলে বক্কর (১৮) ।আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়,আজ রাত ৮ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের আব্দুস সালামের ছেলে রাজু এবং গাংনী উপজেলার কসবা গ্রামের কাশেম আলীর ছেলে বক্কর দু’জনে আমঝুপি থেকে আলগামনে  বর্শিবাড়িয়ার উদ্যেশে যাচ্ছিল। আমঝুপি ফার্মের নিকট পৌছালে পিছন দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে আলগামনটিকে ধাক্কা মারে।এতে আলগামনে থাকা রাজু ও বক্কর রাস্তায় ছিটকে পরে মারাত্মক জখম হয়। পরে স্থানিয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা জানান, রাজু ও বক্কর দু’জনেই এলাকায় আলগামন চালিয়ে জীবিকা নির্বাহ করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,আহতদের মধ্যে বক্করের অবস্থা আশংকাজনক।