মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ আগস্ট: মেহেরপুর জেলার আমঝুপি বাজারে মোটরসাইকেল থেকে মারাত্নক আহত হয়েছে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। দূর্ঘটনায় তার এক হাত ভেঙ্গে যায়। বর্তমানে সে আশংকামুক্ত বলে জানিয়েছে মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক। আজ সোমবার সকালে স্কুল শিক্ষক শহিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়া জন্য বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রওয়ানা হয়। আমঝুপি বাজারে পৌছালে দু’দিক থেকে আসা দু’টি কুকুর সজোরে তার মোটরসাইকেলের সাথে ধাক্কা মারে। এসময় স্কুল শিক্ষক শহিদুল ইসলাম মোটরসাইকেল সহ সড়কে পড়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।