বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপিতে সড়ক দূর্ঘটনায় এক জন আহত

By মেহেরপুর নিউজ

September 03, 2013

মেহেরপুর নউজ ২৪ ডট কম,০৩ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাছ বাজারের সামনে এক সড়ক দূর্ঘটনায় খন্দকার শহিদুল নামক এক মোটর সাইকেল চালক মারাত্মক আহত হয়েছে। আহত শহিদুল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের খন্দকার রশিদের ছেলে। সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। জানা যায়,আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পিরোজপুরের খন্দকার রশিদের ছেলে শহিদুল মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে বড়ি ফেরার সময়  আমঝুপি মাছ বাজরে পৌছালে একই সাথে আরো একটি মোটর সাইকেল একই পথে যাচ্ছিল। এ সময় শহিদুল নিয়ন্ত্রন হারিয়ে অপর মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। এতে শহিদুল রাস্তায় ছিটকে পড়ে মাথায় রাক্তাক্ত জখম হয়।এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বকুল ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসক তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করে।