বিশেষ প্রতিবেদন

মেহেরপুরের আমঝুপি ইউপি’র সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা আর নেই

By মেহেরপুর নিউজ

October 23, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা  রোববার ভারতে ইন্তেকাল করেছেন (ইন্না –রাজেউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ব্রেন ও হার্টের রোগে ভুগছিলেন। মরহুম গোলাম মোস্তফা দুই স্ত্রী, তিন পুত্র সহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন। তার পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর চিকিৎসার জন্য দর্শনার গেঁদে বর্ডার হয়ে ভারতে  যান। সেখানে কোলকাতার পূর্ব যাদবপুর থানাধীন সোনার বাংলা বোডিংয়ের ১০৭ নং কক্ষে অবস্থান করেন। রোববার সকাল ৮টার দিকে হোটেলের দরজা খুলতে দেরি হওয়ায় ম্যানেজারের সন্দেহ হয়। পরে গোলাম মোস্তফার মৃত দেহ বিছানার উপর দেখে যাদবপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ তার লাশ থানায় নিয়ে যায়। এদিকে গোলাম মোস্তফার মৃত্যুর সংবাদ আমঝুপি পোঁছালে সমগ্র আমঝুপিতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর শুনে আমঝুপি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ সহ আমঝুপির বিশিষ্ট ব্যক্তিবর্গগণ মরহুমের বাসভবনে ছুটে যান এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গোলাম মোস্তফা আমঝুপি গ্রামের মৃতঃ হাজী খোসদেল আহম্মেদ এর একমাত্র পুত্র। প্রয়াত চেয়ারম্যান শেখ সামসুদ্দিনের হাত ধরে তিনি ইউনিয়ন রাজনীতিতে প্রবেশ করেন। সামসুদ্দিনের মৃত্যুর পর তিনি ১৯৮৪ সালে প্রথম বারের মত আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তারপর ১৯৮৮সালে এবং সর্বশেষ ১৯৯২ সালে তিনি জেলে আটক থাকা অবস্থায় তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন। খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ায় তিনি কয়েকবার সরকারী ভাবে বিভিন্ন দেশ ভ্রমন করেন। এদিকে মরহুমের লাশ ফেরত আনার জন্য ভারতে বসবাসরত আত্মীয় স্বজনেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  সোমবার মরহুমের মরদেহ আনতে তার কয়েকজন নিকট আত্মীয় ভারতে রওনা হচ্ছেন।