বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপি ও চাঁদবিলে চকলেট বোমা রাখার দায়ে ৩ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

August 07, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও চাঁদবিলে  নিষিদ্ধ ভারতীয় চকলেট বোমা রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযান চালিয়ে ৩ দোকানীর ৭ হাজার টাকা জরিমান আদায় করেছে। দন্ডবিধি ২৯১ ও ভোত্তা অধিকার সংরক্ষণ আইন –২০০৯ এর ৫১ ধারায় এই জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার হুমাযুন কবির। জানা যায়,আজ বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতের একটি টিম মেহেরপুর সদও উপজেলার আমঝুপি বাজারের বাবু ষ্টোরে অভিযান চালিয়ে চকলেট বোমা রাখার দায়ে ৫ হাজার টাকা এবং চাঁদবিল মোড়ে আনারুল ও জামালের মুদি দোকানে একই অপরাধে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করে  ভ্রাম্যমান আদালতের টিমটি । গাংনী র‌্যাব ক্যাম্পের একটি দল এ ভ্রাম্যমান আদালতকে সাহায্য করে।