কৃষি সমাচার

মেহেরপুরের আমঝুপি খাদ্য গুদামে কৃষকদের কাছে থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 08, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খাদ্য গুদামে কৃষকদের কাছে থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান আহম্মেদ চুন্নু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক চাষীদের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় কৃষক ইসমাইল হোসেন হাতে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান বোরহান আহম্মেদ চুন্নু  ধান বিক্রয়ের চেক তুলে দেন। ধান ক্রয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমঝুপি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আঃ হালীম, আনিছুর রহমানসহ এলাকার কৃষকবৃন্দ।

জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকা অনুযায়ী লটারির মাধ্যমে বাছাই করা কৃষকদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে আমঝুপি ইউনিয়ন থেকে ২ শ ৫১ মেট্রিক টন, পিরোজপুর ইউনিয়ন ২ শ ৮৮ মেট্রিক টন এবং মুজিবনগর উপজেলার মহাজন ইউনিয়ন ৭৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।