মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের শেখপাড়ার মৃত আজম আলীর শেখের ছেলে জনারুল ইসলামের বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতদল নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতি কাজে বাঁধা দেওয়ায় ডাকাতদল গৃহকর্তার ছেলে ও মেয়ে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। ডাকাতদল পালাবার সময় দুটি বোমার বিষ্ফোরন ঘটিয়েছে। আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিনগত রাত ২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের শেখপাড়ার মৃত আজম আলীর শেখের ছেলে জনারুল ইসলামের বাড়িতে ১২/১৪ জনের একদল ডাকাত প্রবেশ করে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতি কাজে বাধা দেওয়ার ডাকাতদল গৃহকর্তার ছেলে আমঝুপি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা হাসানুজ্জামান টিটু ও মেয়ে আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাকিয়া সুলতানাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। জন প্রতিরোধের মুখে ডাকাতদল দুটি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আহত ২ ভাই-বোনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।