নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়া এলাকার এক কৃষকের গাভী গরু চুরি হয়েছে।
শনিবার দিবাগত রাতে আমঝুপি উত্তরপাড়ায় এঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা বলেন, মৃত সিরাজ শেখের ছেলে আব্দুল্লাহ শেখ গোয়ালঘরে তাঁদের গরু তুলে ঘুমিয়ে পড়েন।
রাত ২ টার দিকে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের গাভী গরু চুরি গেছে। এসময় পাশের বাড়ির আঃ কালামের ছেলে খোকনের গাভী গরুটিও নেই।
পরবর্তিতে অনেক খোঁজাখুজি করে আর আব্দুল্লাহ শেখের গাভীটি পাওয়া যায়নি। এদিকে আমঝুপি বাজারে খোকনের গাভীটিকে পাওয়া যায়।
আমঝুপি বাজারের পাহারাদার জানায়, গভীর রাতে আমঝুপি ফার্ম এলাকার দিক থেকে একটি গাভী আসতে দেখে আমি গাভীটিকে বেধে রাখেছিলাম।
এলাকার থেকে গরু চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।