অন্যান্য

মেহেরপুরের আমঝুপি-দিনদিত্ত ব্রীজের মাঝামাঝি স্থানে পৃথক ছিনতাই।। শ্রমিক নেতার মোটর সাইকেল ও আলগামনসহ মালামাল ছিনতাই ।। সন্দেহে আটক ২

By মেহেরপুর নিউজ

April 06, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-দিনদত্ত ব্রীজের নিকট থেকে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক খাকসার হোসেনের একটি ডিসকভার মোটরসাইকেল এবং অপর একটি মালবোঝাই আলগামন ঠেকিয়ে ৫ হাজার টাকাসহ ২২ বস্তা মসুর ও আলগামান ছিনতাই করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় পুলিশ ছিনতাইয়ের সন্দেহে ২ জন আটক করেছে। আটকৃতরা হলো আমঝুপি গ্রামের আসমান আলীর ছেলে সোহান এবং ময়ামারি গ্রামের আলগামন চালক খোকন। জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে মেহেরপুর জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক কাজ শেষ করে তার রাজনগরের বাড়ি যাওয়ার সময় আমঝুপি – দিনদত্ত ব্রিজের নেকট পৌছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি তার ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। অপরদিকে, একই স্থানে রোববার ভোরে ঝিনাইদহের কালিগঞ্জের ভুষিমাল ব্যবসায়ী আব্দুল খালেক মেহেরপুরের আমঝুপি থেকে মসুরি বোঝাই আলগামন নিয়ে যাচ্ছিল। এ সময় একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে আব্দুল খালেকের ২২ বস্তা মসুর,আলগামনসহ নগদ ৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ছিনতাইয়ের সন্দেহে সোহান ও আলগামন চালক খোকনকে আটক করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে।