বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপি বিএডিসির উপ-সহকারী এস এম খালেককে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

December 18, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ ডিসেম্বর : মেহেরপুরের আমঝুপি ডাল তৈল উৎপাদন খামার (বিএডিসি)”র উপ-সহকারী এস এম খালেক (৩৫) কে পিটিয়ে জখম করেছে মিয়ারুল নামের বিএডিসির  এক ট্রাক্টর ড্রাইভার। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মেহেরপুর নিউজকে জানান, আহত খালেকের মাথায় আঘাত হয়েছে। তার অবস্থা আংশকা জনক। জানাগেছে, মঙ্গলবার দুপুরে আমঝুপি ডাল তৈল উৎপাদন খামারের ভিতরে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়ার সময় উপ-সহকারী খালেকের সাথে ট্রাক্টর ড্রাইভার মিয়ারুলের সাথে জমি চাষ দেওয়ার বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ড্রাইভার মিয়ারুল উত্তেজিত হয়ে পাশে থাকা কাঠ দিয়ে উপ-সহকারী কর্মকর্তা খালেকের মাথায় আঘাত করলে খালেক মাটিতে লুটিয়ে পরে। এসময় খামারে কাজ করা কৃষকরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।