মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শিশু-কিশোর সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে গরীব অসহায় দিনমজুরদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে আমঝুপি গ্রামের বিভিন্ন এলাকার গরিব অসহায় দরিদ্র পরিবারের মধ্যে মাংস, চাল, ডাল, চিনি, তেল এবং প্রতিবন্ধীদের মধ্যে পোশাক বিতরণ করা হয়।
আমঝুপি শিশু কিশোর সংগঠনের সভাপতি মুস্তাক আহমেদ মিলন, সাধারণ সম্পাদক আবু সাঈদ শুভ, এবং লিটন উপস্থিত থাকে ৩শ পরিবারের মধ্যে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে সদস্য কানাই, হাসিবুল, তামিম, সঞ্জয়, পল্লব, আশিক, সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন।