বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমদহ, আমঝুপি ও মহাজনপুর ইউনিয়নের ২০১৩-২০১৪ অর্থ বছরের বাজেট ঘোষনা

By মেহেরপুর নিউজ

May 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে: মেহেরপুর সদর উপজেলার আমদহ ,আমঝুপি এবং মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ অর্থ বছরের পৃথক পৃথক বাজেট ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম বাজেট ঘোষনা করে। আমদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক সমাবেশের আয়োজন করা হয়। আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনার“ল সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসআই গিয়াস উদ্দিন, ডা. আবুল হাসেম, ওয়েভ ফাউন্ডেশনের সমš^য় কারি নির্মল দাস, ইউপি সচিব শাহাদত হোসেন, ইউপি সদস্য মেহেদী হাসান, দরুদ আলী, আব্দুল কুদুস, কাবুল হোসেন, আরিফা খাতুন প্রমুখ।

আপরদিকে ,আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ৯৪ লাখ ১৩ হাজার ৮৮২ টাকার বাজেট ঘোষনা করেন। এই উপলক্ষে আমঝুপি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক সমাবেশের আয়োজন করা হয়। আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা। বক্তব্য রাখেন ইউপি সদস্য আলেক চাঁদ, রুহুল আমিন, রকিব উদ্দিন, আবু সালেহ, সুরাত আলী, রাশিদুল ইসলাম, আক্তার হোসেন, আব্দুস সালাম, নাজমুল হক প্রমুখ।

এবং অন্যদিকে, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চ্যেয়ারম্যান আমাম হোসেন মিলু ২৮ লাখ ২১ হাজার ৫ শত টাকার বাজেট ঘোষণা করেন। এ উপলক্ষে মহাজনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক সমাবেশের আয়োজন করা হয়। মহাজনপুর ইউনিয়ন পরিষদের চ্যেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউ পি সদস্য শহিদুল ইসলাম, আব্দুল হামিদ, আহসান হাবিব, মাবুদ, নূরুল ইসলাম প্রমুখ।