মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলার আলমপুরে স্যালো চালিত পিকআপ ভ্যানের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী দু’চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের ইউসুফের ছেলে এসএসসি পরিক্ষার্থী আনিস (১৬) ও তার চাচাত ভাই বাবুল (৩৫)। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়ার খাজানগরের ইউসুফের ছেলে এসএসসি পরিক্ষার্থী আনিস ও তার চাচাত ভাই বাবুল মোটরসাইকেল যোগে মুজিবনগরে পিকনিকে আসছিলো। অপরদিক থেকে মেহেরপুর থেকে একটি স্যালো চালিত পিকআপ ভ্যান
বামন্দির উদ্দেশ্য যাচ্ছিল। এমন সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী আনিস ও বাবুলের মুত্যু হয়। পুলিশ খবরর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।