ফুটবল

মেহেরপুরের আশরাফপুরে মরহুম ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 07, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফপুর মাঠে মরহুম ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তাজ উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আশরাফপুর জনকল্যাণ ক্লাবের আয়োজিত মরহুম ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় কোমরপুর একাদশ শুভ সূচনা করেছে। খেলায় কোমরপুর একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে করমদি স্পোটিং ক্লাবকে পরাজিত করে।

নির্ধারিত সময়ে কোন পক্ষ কোন গোল করতে না পারায় শেষ পর্যন্ত ট্রাইবেকার এর মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এতে কোমরপুরের পক্ষে খালিদুল, খায়রুল, সাদিকুল, দিপু ও শফিকুল একটি করে গোল করেন। অপরদিকে করমদি পক্ষে শামীম, শাহীন, শাহাব রুমন একটি করে গোল করেন।