ফুটবল

মেহেরপুরের আশরাফপুর যুব ফুটবলে এএফসি ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

September 03, 2019

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর যুব সমাজের উদ্যোগে আশরাফপুর মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় আশরাফপুর এএফসি ক্লাব জয় লাভ করেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় ট্রাইব্রেকারে ৩-০ গোলে বন্দর যুব স্পোটিং ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ভাবে শেষ হওয়ায় খেলাটি ট্রাব্রেকারের মাধ্যমে নিস্পত্তি করা হয়। খেলায় বিজয়ী দলের পক্ষে তুহিন, হাফিজুর ও সজিব এবং বন্দর যুব স্পোটিং ক্লাবের পক্ষে ইয়ামিন গোল করে।

এর আগে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দীন উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।