মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার ইছাখালীতে ভৈরব নদের জমি দখল করে প্রাচীর দেয়া শুরু করেছে ইছাখালী গ্রামের আব্দুল জব্বার নামের এক ব্যাক্তি। জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইছাখালী গ্রামের ইনসান আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী আব্দুল জব্বার ভৈরব নদের জমি জবর দখল করে প্রাচীর নির্মান কাজ শুর করেছেন। আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে ভৈরব নদ সংলগ্ন তার বাড়ির সীমানা প্রাচীর দেয়ার লক্ষ্যে ভৈরব নদের বেশ কিছু জমি দখল করে প্রাচীর নির্মান করেছে। বিষয়টি যথাযথ কতৃপক্ষের দৃষ্টি দেয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছে।